নিজস্ব প্রতিবেদক | ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২২ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার বঞ্চিত বে-সরকারী শিক্ষক কর্মচারীদের ২০% হাওর ভাতার দাবিতে মানববন্ধন করেছে। পরে জেলা প্রশাসকের কাছে শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেন।
সোমবার দুপুরে সুনামগঞ্জে স্থানীয় ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনটি শিক্ষক সমাবেশে পরিনত হয়। এতে হাওর ভাতা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও শিক্ষক নেতা ময়না মিয়া সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ঘোষিত হাওর অঞ্চলে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক কর্মচারীগণ ২০% হাওর ভাতা পেয়ে থাকেন। দুঃখ ও পরিতাপের বিষয় ‘আমরা হাওর ভাতা থেকে বঞ্চিত’।
মানববন্ধনে আবুল কালাম আজাদ ও দীপঙ্কর চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন ছবির আহমদ, এমদাদুল হক মিলন, এ এফ এম সৈয়দ হুসেইন, জিয়াউর রহমান, ফারুক আহমেদ, রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, লোকমান হাকিম, মোদ্দাচ্ছীর আলী, ইনার উদ্দিন ফাইম, মোস্তাফিজুর রহমান, সাইদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ৯:২২ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
seradesh.com | abu sayed