দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি | ০৪ মে ২০২০ | ১২:৪৯ পূর্বাহ্ণ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসারকে নেশাগ্রস্থ কর্তৃক প্রকাশ্যে প্রাণনাশের গুমকীদাতা তিন যুবককে মোবাইল কোর্টে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রবিবার বিকেলে সর্বশেষ অভিযুক্ত মেহেদী হাসান জয় (২০) কে ৪ মাসের সাজা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ফারজানা খানম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পিঁছনের পরিত্যাক্ত ভবনের ভিতরে একদল বখাটে যুবক প্রায়সময়ই নেশা করে আসছিল। এর প্রতিবাদ করতে গেলে গত শুক্রবার সকাল ৮টার দিকে সরকারি হাসপাতালে পিঁছনে পরিত্যাক্ত ভবনের সামনে ওই সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হানকে এ প্রাণনাশের হুমকী দিয়ে যায়।
এ বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর সোস্যাল মিডিয়া ফেসবুকে নানা মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়। খবর পেয়ে ঘটনার দিন দুপুরে অভিযুক্ত সানি (১৯) কে আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের সাজা দেন বিজ্ঞ নির্বাহী হাকিম। ঘটনার তিনদিন পরে আরেক অভিযুক্ত হুমকীদাতা আকাশ (১৮)কে চার মাসের দণ্ড দেন মোবাইল কোর্টের বিচারক ফারজানা খানম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান জানান, আমি রীতিমত অবাক হয়েছি। ওদেরকে নিষেধ করেছি যে, তোমরা এখানে এসে আড্ডা দিওনা। আর এতেই ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশেরে হুমকী দিয়ে চলে যায় তিন যুবক। এ বিষয়টি নিয়ে গণমাধ্যম সোচ্চার ভূমিকা রেখেছে। উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও উর্দ্ধতন কর্মকর্তাদের আন্তরিকতার ফলে ওই বখাটে নেশাগ্রস্থ যুবকদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। আমি এ ন্যায় বিচারের সাথে সম্পৃক্তদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে ওসি মোঃ মিজানুর রহমান জানান, ঘটনাটি শুনেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুব দ্রুততার সহিত অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছি। অভিযুক্ত তিন যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক সেবনকারীদের বিরুদ্ধে পুলিশ টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। অপরাধীদের কোনো ভাবেই ছাড় দেয়া হবেনা।#
সেরাদেশ/তইজ/কলিহাসান
বাংলাদেশ সময়: ১২:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
seradesh.com | abu sayed