কলিহাসান,দুর্গাপুর (নেত্রকোনা) | ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৮:৫৮ অপরাহ্ণ
নেত্রকোনার দুর্গাপুরে বিয়ের দাওয়াত খেয়ে সৌমিক আকঞ্জি (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে কামরুল ইসলামের বাড়িতে দাওয়াত খাওয়ার পর তার মৃত্যু হয়।
সৌমিক পৌরসভার ভবানিপুর এলাকার অ্যাডভোকেট শাহ্নেওয়াজ আকঞ্জির ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক স্থরের শিক্ষার্থী ছিলেন। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যায় সৌমিক। সেখানে একটু বেশিই খেয়েছিলেন তিনি। খাওয়ার পর এক পর্যায়ে তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
seradesh.com | abu sayed