নকলা (শেরপুর) প্রতিনিধি | ০৬ এপ্রিল ২০২১ | ৩:০১ অপরাহ্ণ
গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে শেরপুরের নকলায় ২ জন গ্রাহকের হাতে দু’টি পল্লী এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়েছে।
তারা হলেন উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের আমিনুল ইসলাম ও ভূরদী গ্রামের সাতানী পাড়ার আনার সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ওই ২ জন প্রশিক্ষিত গ্রাহকের হাতে পল্লী এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
ওই সময় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আতিকুল ইসলাম, সুপারভাইজার সৈকত সরকার, ক্যাশিয়ার মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানাযায়, এই এ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের সকল সুযোগ-সুবিধা রয়েছে। এটিতে চালকের আসন ছাড়াও ১০টি আসন রয়েছে।
রোগীদের জন্য পৃথক আসনে ব্যবস্থাসহ রয়েছে অক্সিজেন সিলিন্ডারসহ সাইরেন সিস্টেম, রোগী উঠানোর জন্য স্ট্রেচার, ফাস্ট এইড বক্স ও টুল বক্স। এতে যাত্রী পরিবহন করারও সু ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ সময়: ৩:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
seradesh.com | abu sayed