সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী | ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ৪:০৩ অপরাহ্ণ
নরসিংদীতে সোমবার (২২ ফেব্রুয়ারী) ডিবি নরসিংদীর এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬:২৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন শীলমান্দি সাকিনস্থ ঈসান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ফাঁকা জায়গা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী
(১) মোছাঃ তাসলিমা , হাজেরা (৩৫), স্বামী – হারর মিয়া, হুরন মিয়া, সাং- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, (২) মোঃ কাজল মিয়া (৪৫), পিতা মৃত- আঃ কুদ্দুস, সাং- কাঠালিয়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদীদের ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকা। প্রত্যেক আসামীর বিরদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রজু হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
seradesh.com | abu sayed