অনলাইন ডেস্ক | ০৬ এপ্রিল ২০২১ | ৮:৩৯ অপরাহ্ণ
বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৬জন আর মৃত্যু হয়েছে একজনের।
মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৪০১টি নমুনা পরিক্ষা করা হয়। এরমধ্যে শনাক্ত হয়েছেন ৮৮জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৮৩, আদমদীঘির ৩, দুপচাঁচিয়া ও শেরপুর উপজেলায় একজন করে রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৮৭ জন। এরমধ্যে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েঝেন ৪৬২জন। নতুন একজনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত ,মোট মৃত্যু হয়েছে ২৬৫জনের।
বাংলাদেশ সময়: ৮:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
seradesh.com | abu sayed