অরিন্দম মাহমুদ, ধামইরহাট (নওগাঁ) | ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ৩:২০ অপরাহ্ণ
‘বসন্ত ছুঁয়েছে গাছে গাছে, বসন্ত ছুঁয়েছে ডালে। তারুণ্যের মাঝে আজি জেগেছে প্রেম ভালোবাসার গুঞ্জনে’- কবি অরিন্দম মাহমুদ।
প্রতি বছর বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পহেলা ফালগুনে ‘বসন্ত বরণ’ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে কপোত কপোতি। মনের মাঝে আবেগ জড়ানো ভালোবাসায় তরুণ তরুণীরা গোলাপের পাপড়িতে খোজে প্রেম।
নওগাঁর ধামইরহাট উপজেলাই ফুলের দোকানে দেখা গেছে উপচে পড়া ভিড়। নারীরা খোপায়, গলায় ফুলের মালা পরে লাল নীল শাড়িতে সেজেছে অপরুপ সাজে। এবার ফাগুনের হাওয়ায় লেগেছে ভালোবাসা দিবস। আর এ দিবসকে বরণ করে নিতে প্রিয়জনকে ফুল দিতে, দ্বিতীয় দিনেও থেমে নেই ফুল কেনা বেচা।
শীতের রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে সাজ সাজ রব। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন প্রাণ। আজ পহেলা ফালগুনের দ্বিতীয় দিন। কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্তে গাছে গাছে নতুন পাতা আসে। ডালে ডালে কোকিল ডাকে। রঙিন ফুলে প্রকৃতি সুশোভিত হয়ে ওঠে নতুন রংয়ে। প্রকৃতি হয়ে উঠে অপরুপ।
তারুণ্যের উচ্ছ্বাসে প্রস্ফুটিত হয় বাঁধভাঙ্গা প্রেম। বুকের ভিতর না-বলা অসংখ্য জমানো কথাগুলো, কথামালা হয়ে ফুটে ওঠে ফুলের পাপড়িতে। গাছের ডালে ডালে ফুলে ফুলে পাখিদের কলরবে জানান দেয়, বসন্ত প্রেম।
বাংলাদেশ সময়: ৩:২০ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
seradesh.com | abu sayed