শুক্রবার ⬤ ১৬ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ ⬤ ৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
লেখক, আনিসুর রহমান বাকী | ১৭ মার্চ ২০২১ | ৭:০৬ অপরাহ্ণ
মুজিব তুমি এসেছো ধরায়,
নতুন বার্তা নিয়ে।
৭১ এ দেশ হয়েছে স্বাধীন,
তোমারি ইশারা পেয়ে।
তোমারি সাহসে তাইতো করেছে,
৩০ লক্ষ আত্মদান।
মরেছে সবাই করেনি কো- ভয়,
তবুও রেখেছে মান।
হারাতে হয়েছে মা,বাবার, হারাতে হয়েছে ভাই,হারাতে হয়েছে দুধের শিশু,
দুঃখ হয়েছে তাই।
তবুও মোরা ক্ষান্ত নয়,
করছি সংগ্রাম।
অন্যায় অসত্যকে পরাজিত করে,
মুজিব তোমায় রাখবো অম্লান।
বাংলাদেশ সময়: ৭:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ মার্চ ২০২১
seradesh.com | abu sayed