নিজস্ব প্রতিনিধি, আদমদীঘি | ০৭ জুলাই ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ
বগুড়ার সান্তাহারের আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে গতকাল সোমবার রাতে থানা পুলিশ ফের পলাশ বোডিংয়ে অভিযান চালিয়ে ৪ নারীসহ ১০জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা সদরের নারায়নপুর গ্রামের সুজন মিয়া (২৫), আত্রাই উপজেলার সাহাগোলার রুবেল (২৭), নওগাঁর শেরপুরের ওবাইদুল (৩২), বানিপুরের আব্দুল রশিদ (২৪), ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাচরার ইউসুফ আলী (২৪), বগুড়ার পার্বতীপুরের স্বপন (৩৮), বগুড়ার শিবগঞ্জের জুলি বেগম (২০), নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জের পারভিন খাতুন বৃষ্টি (২৪), সাঘাটা বোনারপাড়ার রুপা বেগম (১৯) ও রাজশাহীর তালাইমারির শাবানা (২৬)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, পলাশ বোডিংয়ে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের লিপ্ত থাকার অভিযোগে উল্লেখিত চার নারীসহ ১০জনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।#
বাংলাদেশ সময়: ৬:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
seradesh.com | abu sayed