নিজস্ব প্রতিবেদক | ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৪৭ অপরাহ্ণ
বগুড়ার সান্তাহারে ফেনসিডিলে পানি মিশিয়ে বিক্রির দায়ে স্বপন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজার (হাটখোলা) এলাকা থেকে আড়াই লিটার ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত স্বপন সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বিদ্যাসাগরের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, স্বপন বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করে অধিক লাভের আশায় বোতলে পানি মিশিয়ে বিক্রি এবং সেবন করতো। গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান চালিয়ে প্লাষ্টিকের জারিকেনে রাখা ২ লিটার ৫০০ গ্রাম ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
seradesh.com | abu sayed