তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) | ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ডিজিটাল ঢাকা ম্যারাথন ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগীতায় ১৯ মিনিট ৪৫ সেকেন্ডে গন্তব্যস্থলে পৌঁছে ১ম স্থান অর্জন করেছে হাফিজুর রহমান। সে পৌরসভার ধাপ এলাকার সাহীদুলের ছেলে এবং সারিয়াকান্দি ফাজিল ডিগ্রী মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি/২১ইং) সকাল ৮ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকতার্ মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন বগুড়া-০১ আসনের সাংসদ মিসেস সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, নব-নির্বাচিত মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্য এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১
seradesh.com | abu sayed