হিলি, প্রতিনিধি | ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ৮:১৬ অপরাহ্ণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে ঢাকা ম্যারাথন -২০২১ দৌড় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় হাকিমপুর উপজেলা চত্বর থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়। শহরের ৫ কিলোমিটার রাস্তা ঘুরে এসে আবারো একই স্থানে শেষ হয়।
জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিকসহ বিভিন্ন বয়সী ৬০০ জন এই দৌড়ে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম ও সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের অধিনায়ক লে.মোরশেদ।
এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক,হাকিমপুর প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক কাহের আলী,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
seradesh.com | abu sayed